ডায়াবেটিস বর্তমান বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যমান। এই রোগকে সভ্যতার রোগ বলেও বিশেষজ্ঞগণ অভিহিত করেন। আসলেই তাই, বর্তমান সভ্যতার প্রতিটি মানুষ সভ্যতার অজুহাতে যা ইচ্ছে তাই খাচ্ছে যেভাবে খুশি জীবন যাপন করছে। আর এই সেচ্ছাচারী জীবনে প্রকৃতির নিয়ন্ত্রণ না থাকায় সুগার লেভেলসহ শরীর নিয়ন্ত্রণহীন হয়ে পরেছে। যার একটি হলো ডায়াবেটিস।
ডায়াবেটিস নিয়ন্ত্রণের নামে নানা ধরনের ঔষধ কোম্পানি ঔষধি ব্যবসার ফাঁদ তৈরী করে রাখছে। অথচ, কেউ ঔষধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেও ঔষধ ছাড়ার পরপরই আবার ডায়াবেটিস নিয়ন্ত্রনহীন হয়ে পরছে। যার ফলস্বরুপ নিয়ম করে প্রতিনিয়ত ইনসুলিন নিচ্ছে অথচ মুক্তি মিলছে না। কিন্তু প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি বিশেষকরে আকুপ্রেসার দিচ্ছে ডায়াবেটিসের সহজ সমধান। সমস্ত ঔষধ ত্যাগ করে শুধুমাত্র আকুপ্রেসার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেছে এমন মানুষের সংখ্যা অগনিত।
ডায়াবেটিস নিয়ে আমার দেয়া পরামর্শ ও আকুপ্রেসার পদ্ধতির লিঙ্ক:
লিঙ্ক ১: ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়। Simple Methods To Control Diabetes – by Alamgir Alam
লিঙ্ক ২: ডায়বেটিসে সহজ আকুপ্রেসার, ইনসুলিন লাগবে না By: Alamgir Alam
আকুপ্রেসার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা হাজারো মন্তব্য থেকে একজনের মন্তব্য তুলে ধরলাম। সীমা নাজিম নামক একটি অ্যাকাউন্ট থেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করা হয়েছে। কমেন্টটি হবহু তুলে ধরলাম-

সীমা নাজিমের কমেন্ট
আলমগীর আলম
ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেসার বিশেষজ্ঞ
আমি আলমগীর আলম, আকুপ্রেসার ও ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা প্রমাণিত যে, আমরা বর্তমান সময়ে যে খাদ্যভাস, জীবনাচার নিয়ে আছি তাতে সুস্থ থাকা অসম্ভব। আমাদের প্রচলিত চিকিৎসা ব্য...
View author profileRelated Posts
মুলার উপকারিতা
Aug 12, 2025
পেশিতে খিঁচুনি হলে কী করবেন – আলমগীর আলম
Aug 12, 2025
ওষুধের মতো কাজ করে আলু
Aug 12, 2025