মানবদেহে রক্ত সাধারণত তরল অবস্থায় থাকে।
রক্ত মাঝে মাঝে ঘন এবং জমাট বাঁধতে পারে, যেমনটি হয় যখন একটি কাটা স্বাভাবিকভাবে নিরাময় হয়। শিরা বা ধমনীর ভিতরে রক্ত জমাট বা জমাট বাঁধা খুব বিপজ্জনক হতে পারে।
শরীরের নিয়মে রক্ত সাড়া শরীরে ঘুরবে, এই ঘুরাটা বন্ধ বা মন্থর হলেই শুরু হয় নানা জটিলতা । সারা শরীর জুড়ে স্থানান্তরিত হওয়ার এবং অঙ্গগুলিতে রক্ত সরবরাহে কাজে যদি বাধা পরে। রক্তের জমাট বাঁ তখন শরীরে নানা বিপত্তি ঘটতে থাকে। তখন রক্ত কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে পৌঁছাতে না পারে।
এমন অবস্থায় আপনার ক্লট হওয়া দরুন অপারেশন ও প্রয়োজন হতে পারে।
অপারেশন যাওয়ার আগে নিয়মিত আকুপ্রেসার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বিনা খরচে। ট্রাই করে দেখতে পারেন। সময় লাগবে কিন্তু কাজ হবে।
আলমগীর আলম
ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেসার বিশেষজ্ঞ
আমি আলমগীর আলম, আকুপ্রেসার ও ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা প্রমাণিত যে, আমরা বর্তমান সময়ে যে খাদ্যভাস, জীবনাচার নিয়ে আছি তাতে সুস্থ থাকা অসম্ভব। আমাদের প্রচলিত চিকিৎসা ব্য...
View author profile